আজানের সুর

মক্কার জ্যোতি আজ নেই শুধু মক্কাতে
ছড়িয়ে গেছে দূর বহু দূর,
তুমি যেখানে যাবে শুনতে পাবে
আজানের সুমধুর সেই সুর।।

এই সুর শুনে কত জনে জনে
ভিড়ছে দ্বীনের তীরে,
এক জামায়াত বেঁধে
কাঁধে কাঁধ রেখে
মহান মালিকের সেজদায় পরে।
সারা দুনিয়ায় পড়ছে ছড়িয়ে
এই দ্বীনের নূর।
তুমি যেখানে যাবে শুনতে পাবে
আজানের সুমধুর সেই সুর।।

এই সুর মুছে দিতে
কতজন ছিল ওঁত পেতে
সব হল নিস্ফল,
আল্লাহ গনি তার মহান বানী
ছড়িয়ে দিলেন
আকাশ বাতাস জল স্থল।
কোটি কোটি মুমিনের হৃদয়ে
আজ বাজে সেই সুর,
তুমি যেখানে যাবে শুনতে পাবে
আজানের সুমধুর সেই সুর।।

কথা
জিসান আহমেদ
 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: