কুরআন পাঠের প্রয়োজনীয়তা

"আমি কোরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?" (সুরা কামার-১৭,২২, ৩২, ৪০)
"আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে।" (সুরা দুখান-৫৮)
"যিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ:এই কিতাব তাহার নিকট হইতে; ইহার আয়াত সমূহ সুষ্পষ্ট, সুবিন্যস্ত করা হইয়াছে ও পরে বিশদভাবে বলা হইয়াছে।" (সুরা হুদ-১)
"ইহা একটি সুরা যাহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্য পালনীয় করিয়াছি। ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুষ্পষ্ট আয়াতসমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।" (সুরা নূর-১)
"আলস্নাহ তোমাদিগের জন্য তাহার আয়াতসমূহ সুষ্পষ্টভাবে বিকৃত করেন এবং আলস্নাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।" (সুরা নূর-১৮)
"আমি তোমাদিগের নিকট অবতীর্ণ করিয়াছি সুষ্পষ্ট আয়াত তোমাদিগের পূর্ববর্তিদিগের দৃষ্টান্ত ও মুত্তাকীদিগের জন্য উপদেশ।" (সুরা নূর-৩৪)
"আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে তাহারা উপদেশ করে।" (সুরা যুমার-২৭)
"তিনিই তাহার বান্দার প্রতি সুষ্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদিগকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য আলস্নাহতো তোমাদিগের প্রতি করুণাময় পরম দয়ালু।" (সুরা হাদীদ-৯)
"আমি আত্মসমর্পণ কারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম।" (সুরা নাহ্ল-৮৯)
কোরআনের বাণীর স্বয়ংসম্পূর্ণতা এবং পরিপূর্ণতা সম্পর্কে আলস্নাহ আরো বলেন,
"ইহা কি উহাদিগের জন্য যথেষ্ট নহে, যে আমি তোমার নিকট কুরআন অবতীর্ণ করিয়াছি যাহা উহাদিগের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে।" (সুরা আনকাবুত-৫১)
"এইগুলো আলস্নাহর আয়াত যাহা আমি তোমার নিকট আবৃত্তি করিতেছি যথাযথভাবে সুতরাং আলস্নাহ ও তাঁহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে।" (সুরা জাহিয়া-৬)
"সুতরাং উহারা কোরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস করিবে।" (সুরা মুরসালাত-৫০)
মানুষ যেন কোরআনকে বাদ দিয়ে আর কোন আত্তলিয়া বা অভিভাবকের অন্ধ অনুসারী না হয়ে পড়ে এ ব্যাপারেও আলস্নাহ সতর্ক করে দিয়েছেন কোরআন শরীফে। আলস্নাহ বলেন, "তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদিগের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহারই অনুসরণ কর এবং তাঁহাকে ছাড়া আর অন্য অভিভাবকের অনুসরণ করিওনা। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর। (সুরা আরাফ-৩)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: