জান্নাত

কুরআন

وَسَارِعُوْ اِلى مَغْفِرَةِ مِنْ رَّرِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّموَاتُ وَالاَرْضُ ـ
উচ্চারণ: : ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়ালআরদ।
(১) তোমরা তোমাদের প্রভু পরওয়ারদিগারের ক্ষমা এবং সে জান্নাতের প্রতি দ্রুত ধাবিত হও যার আয়তন আসমানসমূহ ও পৃথিবীর সমান। (সূরা আলে ইমরান : ১৩৩)

وَبَشِّرِ الَّذِيْنَ اَمَنُوْا الصَّلِحَتِ أَنَّ لَهُمْ جَنَّتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الاَنْهَار ـ
উচ্চারণ: : ওয়া বাশশিরিল্লাযীনা আমানূ ওয়া আমিলুছ ছালাহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার।
(২) হে মুহম্মাদ! আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এবং নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হচ্ছে। (সূরা বাকারা : ২৫)

وَعَدَ اللهُ اَلْمُؤْمِنِيْنَ وَالمُؤْمِنَبَ جَنَّبٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الاِنْهَارُ خَلِدِيْنَ فِيًْهَا وَمَسكِنَ طِّيَّبَةً فِيْ جَنَّبٍ عَدْنٍ وَّرِضْوَانٌ مِنَ اللهِ اَكْبَرُ ذَالِكَ هَوْ الْفَوْزُ الْعِظِيْمُ ـ
উচ্চারণ: : ওয়াআ’দাল্লাহুল মুমিনীনা ওয়ালমুমিনাতি জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খলিদীনা ফীহা ওয়া মাসাকিনা তয়্যিবাতান ফী জান্নাতি আদনিও ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবারু, যালিকা হুয়াল ফাওজুল আযীম।
(৩) আল্লাহ মুমিন নর-নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। যার নিন্মদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেথায় তারা চিরদিন থাকবে। এই চির দিন সবুজ শ্যামল জান্নাতে তাদের জন্য রয়েছে পবিত্র পরিচ্ছন্ন বসবাসের স্থান। আল্লাহর সন্তোষ লাভ করে তারা হবে সৌভাগ্যবান আর তা তাদের জন্যে সবচেয়ে বড় সাফল্য। (সূরা তাওবা : ৭২)

وَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْ اَنْفِسَكُمْ وَلَكُمْ فِيْهَا مَاتَدَّعُوْنَ ـ
উচ্চারণ: : ওয়া লাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদ্দাউ’ন।
(৪) জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাইবে তা-ই দেয়া হবে এবং তোমরা সেখানে যা চাইবে তা-ই পাবে। (সূরা হা-মীম সিজদা : ৩১)

হাদীস

عَنْ اِبْيْ ذَرٍ قَالَ قَالَ رًسُوْلُ اللهِ (صلعم) مَامِنْ عِنْدٍ قِالَ لاَ اِلهَ اِلاَّ اللهُ ـ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ اِلاَّ دَخَلَ الْجَنَّةَ ـ
(১) হযরত আবু যার (রা) বর্ণিত, রাসূল (সা) বলেছেন, কোন ব্যক্তি যদি এ কথার ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং এ অনুযায়ী) এবং এরই উপর মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে।

عَنْ اِبْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) قَالَ اللهُ تَعَالَى اَعَدَدْتُّ لِعِبَادِيَ الصَّالِحِيْنَ مَالاَ عِيْنَُ رَأَتَ وَلاَأُذُنُ سَمَعْتَ وَلاَخَطَرَ عَلَى قََلْبِ بَشَرٍ ـ
(২) হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, নবী করীম (সা) বলেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাহদের জন্য জান্নাতে এমন সব নিয়ামতসমূহ তৈরী করে রেখেছি যা কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি এবং কোন অন্ত:করণও তা সম্পর্কে ধারণা রাখেনি।(বুখারী, মুসলিম)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: