জীবন্ত গাছের শিকড়ের সেতু!

জীবন্ত গাছের শিকড়ের সেতু ভারতের উত্তর-পূর্বে চেরাপুন্জিতে দেখতে পাওয়া যায়। Ficus elastica গাছের প্রচুর পার্শ্ব শিকড় ছড়িয়ে পরে যা অত্যন্ত লম্বা ও শক্তিশালী। শিকড়গুলো নদীর/খালের এপাড় থেকে ওপারে বিস্তার লাভ করে এবং প্রাকৃতিক এই সেতু তৈরী করে ফেলে। ফলে মানুষ বা অন্য প্রানীরা অনায়াসে এই প্রাকৃতিক সেতু যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে। কিছু কিছু সেতুর দৈর্ঘ্য ১০০ ফুটেরও বেশী। মোটামুটি গড়ে পনের বছর মতো লাগে সেতুগুলি প্রাকৃতিকভাবে তৈরী হতে। সেতুগুলি এতোই মজবুত যে একসাথে ৫০ জন মানুষের ভার এরা এক সাথে ধরে রাখতে পারে। চলাচলের সুবিধার জন্য কয়েকটি সেতুর কিছু কিছু জায়গায় মানুষ পাথর বসিয়ে নিয়েছেন।

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: