টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথের ইসলাম গ্রহণ

টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথের ইসলাম গ্রহণ

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ইসলাম গ্রহণ করেছেন। টিভি উপস্থাপিকা ও বিশিষ্ট সাংবাদিক লোরেন বুথ ইরানের কোম নগরী সফরের সময় ইসলাম ধর্ম সম্পর্কে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি ব্রিটেনে ফিরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও হিজাব করেন। লরেন বুথ ইরানের ইংরেজী স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভির সাংবাদিক।
দ্য মেইল সংবাদপত্রকে ৪৩ বছর বয়সী লরেন বুথ জানান, তিনি মদ ও শূকরের মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। ইসলামী গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি ইরানের একটি মাজারে গিয়েছিলাম। মাজারে আমি বসে পড়লাম এবং আধ্যাত্মিক দ্যুতি অনুভব করলাম, যা কেবল চূড়ান্তভাবেই মঙ্গল ও আনন্দের সৃষ্টি করে।'
লন্ডনে গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটির অনুষ্ঠানে লরেন বুথ আরো বলেন, ‘আমি তোমাদের যা বলতে চাই তা হলো,আমি লরেন বুথ এবং আমি একজন মুসলমান।' তিনি আরও বলেন, ‘আমি এই সম্প্রদায়ের একজন সদস্য হতে পেরে গর্বিত।'
মধ্যপ্রাচ্যের কথিত শান্তিদূত টনি ব্লেয়ারের ইসরাইল সম্পর্কে ভূমিকা ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন লরেন বুথ।
লোরেন, টনি ব্লেয়ারের স্ত্রী চেরী ব্লেয়ারের সৎ বোন । এ নও মুসলিম দীর্ঘদিন অধিকৃত ফিলিস্তিনে অবস্থান করেন। সেখান থেকেই তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে শুরু করেন।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: