মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য

কুরআন

انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79)
উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন।
(১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯)

قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162)
উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন।
(২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২)

وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56)
উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন।
(৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্দেগী করবে। (সূরা যারিয়াহ: ৫৬)

হাদীস
عن ابى امامة (رض) قال قال رسول الله (صلعم) من احب لله وابغض لله وعطى لله ومنع لله فقد استكمل الايمان ـ (بخاري)
(১) হযরত আবু উমামা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তির ভালবাসা ও শত্রুতা, দান করা ও না করা নিছক আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যেই হয়ে থাকে, সে ব্যক্তিই পূর্ণ ঈমানদার। (বুখারী)

عن عباس (رض) قال قال رسول الله (صلعم) ذاق طعم الايمان من رضى بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا ـ (بخاري ـ مسلم)
(২) হযরত আব্বাস (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (সা) কে নবী হিসেবে কবুল করেছে সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে। (বুখারী, মুসলিম)

وعن ابى ذر (رض) قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الاعمال الحب فى الله البغض فى الله ـ (ابوداود)
(৩) হযরত আবুযর গিফারী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, সকল কাজের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর জন্য মিত্রতা আল্লাহর জন্য শত্রুতা করা। (আবু দাউদ)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: