যে সকল কারনে নামায ভঙ্গ হয়

 

যে সকল কাজ দ্বারা নামায নষ্ট হয়, তাহাকে “মোফছেদাতে নামাজ” বলে। ঐরূপ কাজ করিলে নামায পুনরায় পড়িতে হয়। যেমনঃ-
১) নামাযের মধ্যে আজান্তে, ভ্রমে, ইচ্ছায় বা অনিচ্ছায় কথাবার্তা বলা।
২) কাহাকেও ছালাম করা।
৩) ছালামের উত্তর দেওয়া।
৪) উঃ আঃ শব্দ করা।
৫) বেদনা অথবা শোকে শব্দ করিয়া ক্রন্দন করা।
৬) বিনা ওজরে কান্না।
৭) নামাযের কোন ফরয ত্যাগ করা।
৮) ছতরের একচতুর্থাংশ পর্যন্ত কাপড় আলগা হইয়া যাওয়া।
৯) কোরান শরীফ খুলিয়া পড়া।
১০) নাপাক স্থানে সেজদা করা।
১১) হাচির উত্তরে “ইয়ারহামুকুমুল্লাহ” বলা।
১২) পানাহার করা।
১৩) প্রত্যেক রোকনে দুইবারে অতিরিক্ত চুলকান।
১৪) সুসংবাদে “আলহামদুলি্লল্লাহ” এবং দুঃসংবাদে “ইন্নালিল্লা” পড়া।
১৫) ইমামের পূর্বে মোক্তাদির কোন রোকন আদায় করা।
১৬) নামাযের মধ্যে অতিরিক্ত কাজ করা।

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: